বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার এবং মাদারীপুর-২ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজের মনোনয়ন প্রত্যাশায় শহরে শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য শোডাউনটি শুরু হয়ে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। শোডাউনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে ইটেরপুল এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ শোডাউনের মাধ্যমে সমর্থন প্রদর্শন করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন,“তারুণ্যের অহংকার তারেক রহমান একটি আধুনিক, তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আমরা সেই স্বপ্নপূরণের সারথী হতে চাই। দেশের পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মই মূল শক্তি।”
তিনি আরও বলেন,“জনগণ আমাকে নির্বাচিত করলে মাদারীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান হবে আমার প্রধান অঙ্গীকার।”
সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। শোডাউনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি মনোনয়নপ্রত্যাশী মাসুদ পারভেজকে আরও উৎসাহিত করে তোলে।

