মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবুল হাওলাদারকে (৫০) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুইভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের নলগোড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাওলাদার ও নাহিদ হাওলাদার একই এলাকার আলী হাওলাদারের দুইছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচরের নলগোড়া এলাকার আফসার হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ভাতিজা জাহিদ ও নাহিদের সাথে। এরই জেরে মঙ্গলবার সকালে লোকজন নিয়ে চাচা আবুলকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় দুই ভাতিজা। কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। আবুলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আবুলকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে চিকিৎসক।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন । পাশাপাশি হাসপাতালে গিয়েও আহত আবুল হাওলাদারের সাথে কথা বলে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’