মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী প্রাইভেটকার দুই পথচারী শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া কাজী (১০) নামের এক শিশু নিহত হয় এবং মিম কাজী (১২) গুরুতর আহত হয়। নিহত সুরাইয়া ওই ইউনিয়নের দেলোয়ার কাজীর মেয়ে এবং আহত মিম একই এলাকার মামুন কাজীর মেয়ে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, প্রাইভেটকারটির ড্রাইভারসহ যাত্রীরা সবাই ছিল ১৪–১৫ বছরের স্কুল শিক্ষার্থী। তাদের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন ,“দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। গাড়িতে থাকা একজনকে স্থানীয়রা আটক করে আমাদের হাতে দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

