স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কে মাদারীপুর শাখার পক্ষ থেকে অসহায় পরিবারদের বস্ত্র ও এতিম শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের তরমুগুরিয়া স্কুল মাঠে স্মার্ট মাদারীপুরের সমন্বয় কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়। পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাইজিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতী ( জিপি জজ কোর্ট মাদারীপুর), অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ( যুগ্ন সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি মাদারীপুর),
মোহাম্মদ এহসানুর রহমান মারুফ খান, (যুগ্ন আহবায়ক সদর উপজেলা বিএনপি), ফিরোজ হাওলাদার লিথু, এসকান্দার আলি মাতুব্বর, খসরুজ্জামান, সুমন মোড়ল, রুবেল মাতুব্বরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কে শাখার সভাপতি মাহফুজ রনি বলেন , আমাদের এই সংগঠন সব সময় সাধারণ মানুষের সেবায় তাদের পাশে থেকেছে আগামীতেও পাশে থাকবে ইনশাল্লাহ।
স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন, ইউ.কে’র পক্ষ থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
Keep Reading
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
© ২০২৫ অল রাইটস রিজার্ভড | মাদারীপুর জার্নাল

