গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গোলাপী, মিজান ও স্বাধীন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তুহিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত তুহিনের বয়স ছিল ৩৮ বছর।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—এ হত্যাকাণ্ড চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়। বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় তুহিনকে খুন করা হয়।