মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আাসামি ইদ্রিস খাঁ’কে (৬৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে ঝিকরহাটিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবককে লিবিয়া পাঠায়। পরে সেখানে তাদের লিবিয়ার বন্দিশালায় আটক রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দেওয়ায় আটক বন্দিদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এ ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। এ মামলায় আদালত আসামিকে ধরতে ওয়ারেন্ট জারি করলে পুলিশ প্রধান অভিযুক্ত ইদ্রিসকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, ‘মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হবে।’
মাদারীপুরে মানবপাচার মামলায় গ্রেফতার – ১
Keep Reading
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
© ২০২৫ অল রাইটস রিজার্ভড | মাদারীপুর জার্নাল