মাদারীপুরে মহাসড়কের জায়গায় এক ব্যক্তি প্রভাবে খাটিয়ে ঘর নির্মাণ করেছেন। এতে অন্য একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার এই ঘটনায় জেলাজুড়ে সমলোচনার ঝড় ওঠে। প্রশাসন বলছে, এই ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
সরেজমিন ঘুরে দেখা যায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে একটি টিনশেট ঘর নির্মাণ করেন মজিবর মাতুব্বর নামে এক প্রভাবশালী ব্যক্তি। এতে পাশের বসবাসরত জব্বার মাতুব্বরের পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে ।
ভুক্তভোগী জব্বার মাতুব্বর বলেন, ‘একাধিকবার মজিবর মাতুব্বরকে ঘর সরাতে বললেও কোন কর্ণপাত করছে না। আমার বসতঘরের সামনে আরেকটি ঘর, এতে যেন মরার উপর খাড়ার ঘাঁ। সরকারি লোকজন একাধিববার ঘটনাস্থল আসলেও নেয়নি কোন কার্যকর ব্যবস্থা। আমি পরিবার নিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। এর প্রতিকার চাই প্রশাসনের কাছে।’
অভিযুক্ত মজিবর মাতুব্বর বলেন, ‘যদি সরকারি বা সড়ক বিভাগের জায়গা হয়, তাহলে জমি নির্নয় করতে হবে আগে। তারপর পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, ” মজিবর মাতুব্বর জোর করে জব্বার মাতুব্বরের ঘরের সামনে ঘর তুলেছে, এটা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি। তাছাড়া যেখানে ঘর তুলেছে সেই জায়গাটা জব্বার মাতুব্বরের চলাচলের একমাত্র রাস্তা। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত মজিবর মাতুব্বর ঘরটি ভেঙ্গে দেক।”
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ঘটনাস্থলে পাঠায়। পরে তদন্ত করে প্রয়োজনীয় তথ্য স্যারের দফতরে প্রেরণ করেছি।’
মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন করে নির্মাণ করা ঘর সরিয়ে নিতে এরইমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বলা হয়েছে। তিনি ঘর সরিয়ে না নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘ঘরের সামনে আরেকটি ঘর নির্মানে প্রতিবেশির চলাচলে বাধা দেয়ার কারো কোন সুযোগ নেই। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

