মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ‘মধ্য পেয়ারপুর মাঝকান্দি’ এলাকার এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যা করেন। এই ঘটনায় ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে নিহতের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে মাদারীপুর আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। মামলাটি হয়রানি করতেই দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, সদর উপজেলার এওজ গ্রামের ফজলুল হক খানের মেয়ে রেকছোনা বেগমের সাথে ৭ বছর আগে বিয়ে রহমান ভুইয়ার। সংসারে দুই মেয়ে রয়েছে রেকছোনার। পারিবারিক কলহের কারনে বেশকিছুদিন ধরে বাবার বাড়ি বসবাস করছেন রেকছোনা। রহমানের মৃত্যুর দিনও বাবার বাড়ি ছিল সে বলে দাবি তার। স্বামীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এতে রেকছোনা ও তার পরিবারের বড় ধরনের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে পরিবার। পাশাপাশি ন্যায় বিচার পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

