মাদারীপুরে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগে দ্বীপ তালুকদার-(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার সকালে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
জানা যায়, ডাসার উপজেলার শশিকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বের হন স্থানীয় দুইজন কপোত-কপোতী। এ সময় তাদের দুইজনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে। পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেয়ার আশ্বাস দিয়ে ওই কপোত-কপোতীকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস । পরে শশিকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসেন ওই বখাটে যুবকরা। এ সময় ওই চাদাবাজদের সাথে স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্য়ায়ে সঙ্গিয়রা পালিয়ে গেলেও দ্বীপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এদিকে চাঁদা দাবির ঘটনায় ভূক্তভোগী অমল বিশ্বাস বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করা হবে।
মাদারীপুরে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার-১
Keep Reading
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
© ২০২৫ অল রাইটস রিজার্ভড | মাদারীপুর জার্নাল