মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার রাত ৩ টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দাড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হালিম খান রাজৈর উপজেলার ঈসবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদি এলাকার মৃত হাজি কলম খানের ছেলে।
পরিবারের লোকজনের অভিযোগ, হালিম ইতালি থেকে দেশে ৬ মাসের ছুটিতে আসে। প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে সম্পর্ক করে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দাড়াদিয়া এলাকার সমেদ চোকদারের মেয়ে রেশমা বেগম এর সাথে। এরপর নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী হয় বিয়ে। বিয়ের পর পরই নানা বিষয় নিয়ে হত পারিবারিক কলহ। তারই ধারাবাহিকতায় সোমবার রেশমার ভাই সবুজ চোকদার দুলাভাই হালিম খানের মোটরসাইকেল আনতে গেলে কথা কাটা কাটি হয় রেশমা এবং তার পরিবারের সাথে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেশমা আক্তার, শ্যালক সবুজ চোকদার, শশুর চোকদার সহ অজ্ঞাত কয়েকজন পিটিয়ে জখম করে হালিম খান কে ।
এ সময় দ্বায় এড়াতে বাড়ির পাশের গাছের সাথে রশিতে ঝুলিয়ে রাখা হয় হালিম খান কে। পরে নিয়ে যাওয়া হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তার হালিম খানকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ওই স্থান থেকে পালিয়ে যায় স্ত্রী রেশমা বেগম এবং তার পরিবারের লোকজনরা।
এ বিষয়ে অভিযুক্ত রেশমা বেগমের বাড়িতে গেলে দেখা যায় তাদের বাড়িতে তালা ঝুলছে।
এ বিষয়ে রাজৈর থানার ওসি মো:মাসুদ খান বলেন, হালিম খানের মৃত্যুর বিষয়ে ঘটনাটি হত্যা অথবা আত্মহত্যা যেটাই হোক ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে। এরপরই নেওয়া হবে আইনি ব্যবস্থা।