ঘুষ, তদবির বা কোনো প্রকার অবৈধ প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন মাদারীপুরের ১৬ জন যুবক। রোববার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষার পর নির্বাচিতদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।
মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় অংশ নেন মোট ৩৩০ জন প্রার্থী। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯ জন, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৬ জন। আরও ৩ জন রয়েছেন অপেক্ষমান তালিকায়। জানা গেছে, নির্বাচিতদের বেশিরভাগই দিনমজুর ও অটোরিকশা চালক পরিবারের সন্তান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উত্তীর্ণদের উদ্দেশে পুলিশ সুপার নাঈমুল হাসান বলেন, “শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা নির্বাচিত হয়েছেন। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।”