মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সজীব হাওলাদারকে মারধর ও তার মোটরসাইকেল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সজীব হাওলাদার ও তার স্বজনরা। সজীব হাওলাদার ওই এলাকার মৃত মাওলা হাওলাদারের ছেলে।

তিনি অভিযোগ করে জানান, সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইদ্রিস হাওলাদারসহ ৪-৫ জন তার মোটরসাইকেল ভাঙচুর করে সড়কের পাশের একটি পুকুরে ফেলে দেয়। এ সময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে ইদ্রিস হাওলাদারসহ ছয়জনকে আসামি করে সজীবের মা হালিমা বেগম মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সজীব ও তার স্বজনরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে ইদ্রিস হাওলাদার বলেন, “সজীবদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেদিন আমি একা ছিলাম। উল্টো ওরা আমাকে মারার চেষ্টা করে। আমি আমার ভাইদের খবর দিলে তারা লোকজন নিয়ে আমাকে উদ্ধার করে। এ সময় সজীব মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরে পড়ে যায়।” তিনি আরও দাবি করেন, “ওরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমি নিজেও এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

