শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীর দক্ষিণ প্রান্তে অস্থায়ী বেরীবাধ ভাঙ্গন এলাকায় স্থায়ী বেরীবাধ দ্রুত কাজ বাস্তবায়ন করার লক্ষে জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)বিকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ পালং জাজিরা আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. মোসাররফ হোসেন মাসুদ। আরো উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার নদীভাঙ্গনের ভুক্তভোগীরা।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন ভাঙ্গনরোধে সরকার ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ বলেন প্রয়োজনে জামায়াতে ইসলামীর কর্মীবাহিনী তাদের সাথে স্থায়ী বেরীবাধের কাজে অংশ গ্রহন করবে।
এ সময়ে প্রধান অতিথি ড. মোশারফ হোসেন মাসুদ তার বক্তব্যে বলেন, নদীভাঙ্গন ও স্থায়ীভাবে বেরীবাধে দ্রুততম সময়ে শুরু করে কোন রকম প্রতিবন্দকতা ছাড়াই শেষ করতে হবে। তিনি আরো বলেন, শরীয়তপুরে যেকোনো উন্নয়নমূলক কাজে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। আমরা কখনোই অন্যায়ের সাথে আপস করিনি আগামীতেও করবো না।