বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জাজিরা উপজেলার আয়োজনে শুক্রবার সকালে জাজিরা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে “উপজেলা শিক্ষক সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ও নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর এস এম সাইদুর রহমান এর সভাপতিত্বে ও ড.মাও. মাসুদুজ্জামান এর সঞ্চালনায়, সমাবেশে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করেন, মাও. মঞ্জুরুল ইসলাম, প্রভাষক, জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা। ইসলামী সংগীত পরিবেশন করেন মাও. আবু সুফিয়ান আল মাহমুদ, প্রভাষক, চরনাচনা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি, মাও.আনোয়ারুল হক, অধ্যক্ষ, চরসামন্তসার মোহসেনিয়া ফাজিল মাদ্রাসা,গোসাইরহাট।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শরীয়তপুর জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমির,আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুহা. আবদূর রব হাশেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক, সিকদার মোহাম্মদ মেজবাহ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাবেক রেজিস্ট্রার, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, শরীয়তপুর ১ ( পালং-জাজিরা) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী, জননেতা ড.মোশাররফ হোসেন মাসুদ। তিনি বলেন, শিক্ষক হলো আদর্শ মানুষ গড়ার সুনিপুণ কারিগর। একটি আদর্শ সমাজ ও রাস্ট্র গঠনে শিক্ষক সমাজকে আরও এগিয়ে আসতে হবে।