সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিচার বর্হিভূত হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবচর উপজেলার বড় বাহাদুরপুর এলাকায় এই প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গত বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর তার নিথর দেহ টেনে-হিঁচড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বীভৎস উন্মত্ততা। পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যা করার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিচার বর্হিভূত হত্যাকান্ড ঘটেই চলছে। এসব ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। পাশাপাশি এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি মাওলানা মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সোহেল তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আশিক, মিথিলা ফারজানা, আসাদুজ্জামান সাইফ, মো. আবু আলেমসহ অনেকেই।