বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন,
“গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সেই অধিকার অবশ্যই ফিরে পাবে। সরকারি অফিস থেকে চায়ের দোকান, পাড়া-মহল্লা—সবখানেই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারিত হচ্ছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়ার কারণেই অতীতে তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। একইভাবে বিএনপির অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা ও দমন-পীড়নের শিকার হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে, বহুদিন রাত কাটিয়েছে অজানায়।
শনিবার বিকেলে মাদারীপুর শহরের পুরাণবাজারের রেইডিতলা এলাকায় পৌর কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হেলেন জেরিন খান বলেন,
“জনগণ এমন প্রার্থীকে ভোট দেবে যার কাছে আস্থা আছে, যিনি কখনো চাঁদাবাজ নন কিংবা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না। আগামী সংসদে দেশের মানুষের জন্য কথা বলবেন এই নেতারাই। আর আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেশের জনগণ তারেক রহমানকেই বেছে নেবে।”
সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।