মাদারীপুর-২ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে মিল্টন বৈদ্যর সমর্থক ও বিএনপির একাংশের নেতাকর্মীরা। সোমবার বিকেলে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে পৌর ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকেরপাড় শহীদ কানন চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখান সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
গণমিছিল শেষে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন,বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা সব সময় আমাদের প্রিয় নেতা মিল্টন বৈদ্যকে পাশে পেয়েছি। এখন দলের শুদিনে আমরা তাকেই মাদারীপুর-২ আসনে এমপি হিসেবে দেখতে চাই তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি মিল্টন বৈদ্য দাদাকে মনোনয়ন দিয়ে মাদারীপুর-২ আসনের উন্নয়ন করার সুযোগ দিন। আর তা না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। এসময় ঢাকঢোল বাজিয়ে ফেস্টুন হাতে নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ সমর্থক ও বিএনপির একাংশের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন।
এসময় মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে মিছিলে অংশ গ্রহণ করেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফুর রহমান দুলাল বেপারী,পৌর যুবদলের আহবায়ক বাসার মাতুব্বর,সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাজুল বিদ্যুৎসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

