মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে জমিলা আক্তার (২৪) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শিবচর উপজেলা শিবরায়েরকান্দি থেকে উদ্ধার করা হয় জমিলা (২৪) নামে ওই গৃহবধূর মরদেহ। নিহত জমিলা শিবচর পৌর এলাকা শিবরায়েরকান্দি গ্রামের সোনামিয়া মাদবরের মেয়ে ও মুসা মুন্সির স্ত্রী।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিহত জমিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় ঘরের লোকজন দেখতে পায়, পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্বজনরা জানিয়েছে, ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে জমিলা। তারা ঘরের দরজা ভেঙ্গে জমিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা জমিলার মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
Keep Reading
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
© ২০২৫ অল রাইটস রিজার্ভড | মাদারীপুর জার্নাল